গত শনিবার বিয়ে করলেও জর্জ ক্লুনি এবং আমাল আলামুদ্দিনের বিয়ের একটি ছবিও এতদিন প্রকাশিত হয়নি। প্রকাশ হবেই বা কি করে কারণ বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের আগেই মোবাইল ফোন বা ট্যাবলেট আনতে নিষেধ করে দেওয়া হয়েছিল। তাই এতদিন তাদের বিয়ের কোনা ছবি প্রকাশ পায়নি। অবশেষে তিনদিন পর আজ প্রকাশিত হলো তাদের বিয়ের প্রথম ছবি।
যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক সাময়িকী পিপলে এবং ওকে প্রকাশ করেছে তাদের বিয়ের বেশ কিছু ছবি। ২৭ সেপ্টেম্বর ইতালির বিখ্যাত আমান ক্যানাল গ্র্যান্ড ভেনিস হোটেল থেকে এগুলো তোলা হয়।
ছবিতে দেখা যায়, বিয়েতে কনে আমাল পরেছিলেন অস্কার ডি লা রেন্তার গাউন। ফরাসি লেইস ও মুক্তো এবং ফুল দিয়ে সাজানো ছিল মেঝে ছোঁয়া পোশাকটি। মুখে ঘোমটা আর কানে ছিল হীরা-মুক্তার দুল। মা-বাবার কাছ থেকে এটি উপহার পান তিনি। অন্যদিকে বর ক্লুনি পরেন জর্জিও আরমানির ডিজাইন করা কালো টাক্সেডো। তাকে এই পোশাকের পাশাপাশি ১৮ ক্যারেটের একটি সোনার ওমেগা ঘিড়ি উপহার দেন আমাল। পোশাকটিতে আরবি হরফে ক্লুনির নাম লেখা আছে।
আধঘণ্টা ব্যাপ্তি বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন ১০০ জন। ৫৩ বছর বয়সী ক্লুনির পক্ষ থেকে ছিলেন ম্যাট ডেমন, এমিলি ব্লান্ট, জন ক্রাসিনস্কি, বিল মারে, বোনো, সিন্ডি ক্রফোর্ড ও রেন্ডি গারবার। নবদম্পতিকে আশীর্বাদ করেছেন ক্লুনির বাবা সাংবাদিক নিক এবং আমালের মা আল-হায়াত পত্রিকার সম্পাদক বারিয়া।
জানা যায়, যুক্তরাষ্ট্রে ছবিগুলো প্রকাশের স্বত্ত্ব পেয়েছে পিপল সাময়িকী। আর পুরো বিশ্বে এগুলো বাজারজাত করছে ওকে সাময়িকী। এজন্য দুটি পত্রিকাকে নিশ্চয়ই বড় অঙ্কের অর্থ গুণতে হয়েছে। তবে অঙ্কটা ফাঁস করা হয়নি।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ