'রামাইয়া বাসতাভিয়া' ছবিতে শান্ত স্বভাবের মিষ্টি মেয়ে শ্রুতি হাসান এবার যেন ঘোমটা খুলে খেমটা নাচ দেখাতে মাঠে নেমেছেন। আসছে ছবিগুলোতে তাকে দেখা যাবে আবেদনময়ী এক নারী হিসেবে। এরই মধ্যে 'গাব্বার' ছবিতে অর্ধনগ্নভাবে ক্যামেরাবন্দি হয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন কমল হাসানের কন্যাটি। ছবিটি শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে মেয়ের পারফরমেন্সে খুব খুশি কমল হাসান। শ্রুতির বলিউড ছবিগুলোর প্রশংসা করেছেন তিনি একাধিক সাক্ষাৎকারে। শ্রুতিও আছেন বেশ ফুরফুরে মেজাজে। প্রতিদিন শুটিং নিয়ে ব্যস্ত থাকছেন তিনি। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে দিন দিন মেয়ের শরীরের কাপড় ছোট করে ফেলার বিষয়টি বাবা কমল হাসান কীভাবে দেখছেন তা এখনো জানা যায়নি।
সম্প্রতি মিষ্টি মেয়ে শ্রুতি আলোচনায় এসেছেন একটি ছবিতে রগরগে দৃশ্যে অভিনয় করে। ছবির নাম 'ওয়েলকাম ব্যাক'। পরিচালনা করছেন আনিজ বাজমি। এখানে তাকে দেখা যাবে জন আব্রাহামের বিপরীতে। অনিল কাপুর, নানা পাটেকার, পরেশ রাওয়ালদের মতো অভিনেতারাও এই কমেডি-রোমান্টিক ছবিতে অভিনয় করছেন। পুরো ছবিটি কমেডিতে ভরপুর হলেও শ্রুতিকে দেখা যাবে আবেদনময়ী এক তরুণীর চরিত্রে। একাধিকবার খোলামেলা হয়ে এখানে কাজ করেছেন তিনি। একটি গানে জন আব্রাহামের সঙ্গে রগরগে শ্রুতি হাসানকে দেখা যাবে। গানে অর্ধনগ্ন অবস্থায় জনের সঙ্গে একাধিক চুম্বন দৃশ্যেও পারফর্ম করেছেন শ্রুতি।
সম্প্রতি এই গানের শুটিংয়ের একটি অংশ টিভি চ্যানেলে ‘এক্সক্লুসিভ’ হিসেবে প্রচার করা হলে তা নিয়ে হৈচৈ পড়ে যায় বলিউডে।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর ২০১৪/আহমেদ