নায়িকা হিসেবে সোনম কাপুরের ১১টি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলোতে তিনি ১২ জন ভিন্ন ভিন্ন নায়কের সঙ্গে অভিনয় করেছেন। প্রথম ছবি 'সাওয়ারিয়া'তে তার নায়ক ছিলেন দুজন। অর্থাৎ এখনো একই নায়কের বিপরীতে দুবার দেখা যায়নি সোনমকে। সম্প্রতি মুক্তি পেয়েছে সোনম অভিনীত 'খুবসুরত' এবং এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। ফাওয়াদের অভিনয় যেমন সমালোচকদের পছন্দ হয়েছে, তেমনি পছন্দ করেছেন সোনমও। তাই পাকিস্তানি এই অভিনেতার সঙ্গে আবারও অভিনয় করার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।
সোনম বলেন, 'দর্শকরা পর্দায় আমাদের প্রেম যে পছন্দ করেছেন তাতে কোনো সন্দেহ নেই। নিশ্চিতভাবেই ফাওয়াদের সঙ্গে আরও ছবি করব আমি।' 'আয়েশা' তারকা স্বীকার করেন, দর্শকদের কাছ থেকে এতটা সাড়া পাওয়ার আশা তিনি করেননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমরা মাত্র ৯০০ হলে ছবিটি মুক্তি দিয়েছি। সবাই ছবিটিকে এভাবে গ্রহণ করবেন, এটা আসলে ভাবতেই পারিনি। তাহলে আরও বেশি হলে মুক্তি দেওয়া যেত।'