আজ প্রচার হতে চলেছে 'মাগো তোমার জন্য' ধারাবাহিকের একশতম পর্ব। এ নিয়ে কিছু বলুন।
প্রবাসী ভাইবোনদের সুখ-দুঃখের জীবন নিয়ে এটি আমার তৃতীয় সিক্যুয়াল। এ গল্পটিও আমার ভেতরের তাড়না থেকে বাছাই করা। বিদেশ গেলে আমি আমার সহজ-সরল নিদারুণ খেটে খাওয়া ভাইবোনের কষ্ট দেখে সহ্য করতে পারি না। আমার কাছে মনে হয় এই জীবন মানুষের হওয়া উচিত নয়। অথচ এ মানুষগুলোই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তবুও তাদের প্রতি আমাদের কারও কোনো নজর নেই, সমীহ নেই, সম্মান নেই। সব মিলিয়ে আমি চেষ্টা করেছি প্রবাসী ভাইবোনদের জীবনটাকে এই নাটকে তুলে ধরতে।
কেমন সাড়া পেয়েছেন?
নাটকটি প্রচারের শুরু থেকে জনপ্রিয়তার শীর্ষে আছে। এর পেছনেও একটি কারণ আছে বলে আমি মনে করি। আর তা হচ্ছে, এই মানুষগুলোর কথা বলার জায়গা আমাদের সমাজে নেই। এ নাটকটিই হচ্ছে তাদের কথা বলার নতুন প্ল্যাটফর্ম। নাগরিক জীবনের টানাপড়েন কিংবা একঘেঁয়ে প্রেমের গল্পের বাইরে এসে সুবিধাবঞ্চিত দুটি বড় ফ্যাক্টর নিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি আমি।
ঈদে কি কোনো নাটকে অভিনয় করছেন?
না, এবারই প্রথম কোনো ঈদে আমার অভিনীত বা পরিচালনায় কোনো কাজ যাচ্ছে না। এবারের ঈদটা একান্তই আমার পরিবারের সঙ্গে কাটাব বলে চিন্তা করছি।
'জিরোডিগ্রি' চলচ্চিত্রের কাজ কত দূর?
ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ। বর্তমানে অনিমেষ আইচ মুম্বাইয়ে কালার কারেকশন করছে। ইচ্ছে আছে ডিসেম্বরে ছবিটি রিলিজ দেওয়ার।
আলী আফতাব