পথচলার ১৬ বছর শুরু করল চ্যানেল আই। এবারের স্লোগান 'তারুণ্যের ষোল'। পথচলার ১৬ বছরের প্রথম প্রহরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সব দর্শক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে কেক কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বেলা ১১.০৫ মিনিটে দিনব্যাপী জন্মদিন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য আবদুর রশীদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, শিল্পী ফেরদৌসী রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শাইখ সিরাজ বলেন, চ্যানেল আইকে গণমানুষের একটি মুখপাত্র হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য ছিল। আমরা সেটি করতে পেরেছি। দেশের উন্নয়নের জন্য আমরা যা কিছু করতে পেরেছি, তা আগামী প্রজন্ম তৈরিতে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।
চ্যানেল আইয়ের জন্মদিনে দিনব্যাপী ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি চ্যানেল আই কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।