দুর্গাপূজাকে সামনে রেখে আজ থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান 'দুর্গাপূজা শুভেচ্ছা'। উপস্থাপনা করবেন জনপ্রিয় কথাবন্ধু আর জে সায়েম। অনুষ্ঠানটি দর্শকরা ফোন, এসএমএস, ই-মেইল করে দেশে এবং দেশের বাইরে প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে পারবেন। এ প্রসঙ্গে আর জে সায়েম বলেন, দুর্গাপূজার একটি ভিন্নধারার উপস্থাপনা নিয়ে আমি দর্শকের সামনে আসছি। অনুষ্ঠানটির পরিকল্পনা আমার অনেক ভালো লেগেছে। আশা করি, দর্শকেরও ভালো লাগবে।