নাট্যসংগঠন স্বপ্নদলের নতুন প্রযোজনা 'স্পার্টাকাস'র উদ্বোধনী মঞ্চায়ন হচ্ছে। চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে উদ্বোধনী মঞ্চায়ন। মার্কিন ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট-এর উপন্যাস অবলম্বনে বাদল সরকারের রচনা থেকে প্রযোজনাটির পুনর্বিন্যাস ও নির্দেশনা দিচ্ছেন জাহিদ রিপন। 'স্পার্টাকাস' প্রযোজনাটিকে সাভার-ট্র্যাজেডিসহ দেশের পোশাক কারখানায় হতাহতদের উদ্দেশে উৎসর্গ করা হবে।
বিশ্ব-ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায় প্রথম রোমান দাসবিদ্রোহ তথা অন্যায়ের প্রতি উল্লেখযোগ্য প্রতিবাদের অনন্য কাহিনী 'স্পার্টাকাস'। অভিনয় করছেন সাঈদ, শিশির, তানভীর, মোস্তাফিজ, তীর্থ, শুভ, নাবলু, সায়েম, বাবুল, লোকমান, অাঁচল, জুঁই, উষা, রানা, জাহাঙ্গীর, অন্তর, মাসুদ, হিটলার, জেবু, জার্জিসসহ ত্রিশেরও অধিক স্বপ্নদলের নাট্যকর্মী।
প্রযোজনটির মঞ্চ-পরিকল্পনায় ফজলে রাব্বী সুকর্ন, আলোক-পরিকল্পনায় মোহাম্মদ জসীম উদ্দিন, পোশাক-পরিকল্পনায় এনাম তারা সাকী, সামগ্রী-পরিকল্পনায় হিটলারম্যান রাজু এবং কোরিওগ্রাফি-পরিকল্পনায় রয়েছেন তুষার চক্রবর্তী ও ফারজানা রহমান। প্রযোজনা-ব্যবস্থাপক শিশির সিকদার ও মোস্তাফিজুর রহমান।