কোনো শুটিংয়ে আছেন?
না, আজ আমার কোনো শুটিং নেই। একটি পারিবারিক কাজে বাইরে আছি।
শুনলাম নতুন একটি বিজ্ঞাপনে কাজ করছেন?
হ্যাঁ, ২০০৪ সালে মায়ের জন্য মুঠোফোন নিয়ে যাচ্ছে ছেলে। পথের ক্লান্তি ভুলে সে এগিয়ে যাচ্ছে। অনেকটা পথ পাড়ি দিয়ে, একসময় মায়ের হাতে ছেলে তুলে দেয় সেই কাঙ্ক্ষিত মুঠোফোন। আমার চোখে এখনো ভাসে বিজ্ঞাপনটির দৃশ্য। ওই সময় অনেক জনপ্রিয় ছিল বিজ্ঞাপনটি। প্রায় ১১ বছর পর ফারুকী ভাইয়ের নতুন একটি বিজ্ঞাপনে কাজ হলো। কিন্তু এবারের বিজ্ঞাপনে দর্শকরা আমাকে দেখতে পাবে না, শুধু কণ্ঠ শুনতে পাবে। জানা গেছে, শীঘ্রই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে বিভিন্ন চ্যানেলে।
নাটকে অভিনয় কেমন চলছে?
বর্তমানে বেশ কয়েকটি নাটকে অভিনয় করছি। তার মধ্যে রয়েছে 'মামলাবাজ', 'অফস্ক্রিন' ইত্যাদি। এ ছাড়া সৈয়দ শাকিল ও হিমেল আশরাফের নতুন দুটি নাটকে কাজ করছি।
'অফস্ক্রিন' নাটকের গল্পটি নিয়ে কিছু বলুন?
নাটকের গল্পটি অনেক মজার। এটি রচনা করেছেন দাউদ হোসাইন রনি ও পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। নাটকের শফিকুল হচ্ছে চিত্রনায়ক শোয়েব খানের বন্ধু। শোয়েব খানের বন্ধু হওয়ার সুবাদে কামরাঙ্গীরচর এলাকায় শফিকুলের বেজায় কদর। শফিকুলের বাড়ির দেয়ালে শফিকুল আর শোয়েব খানের একসঙ্গে তোলা একটি ছবি টাঙানো। সবাই শফিকুলকে পছন্দ করে, বলা যায় তোষামোদ করে চলে। শফিকুল সবার সঙ্গে তার বন্ধু শোয়েব খানকে নিয়ে গল্প করে। শোয়েব খানের সঙ্গে তার কত কত স্মৃতি সব মানুষজনকে বলে বেড়ায় শফিকুল। এলাকার মানুষ সুপারহিট নায়ক শোয়েব খানের দেখা পাওয়ার জন্য শফিকুলের দারস্থ হয়। এমনি করে চলতে থাকে নাটকের গল্প।
আপনি ভালো গান করেন, নতুন কোনো অ্যালবাম করার পরিকল্পনা আছে?
আমি আমার নিজের জন্য গান করি। একবার শুধু একটি অ্যালবামে কাজ করা হয়েছিল। কিন্তু অ্যালবাম করার কোনো পরিকল্পনা নেই।
মঞ্চে কেমন সময় দিচ্ছেন?
টিভি নাটকে অভিনয়ের কারণে এখন তেমন মঞ্চে সময় দিতে পারছি না। তবে মাঝে-মধ্যে মঞ্চে কাজ করা হয়। কারণ আমি মনে করি এটি প্রত্যেক অভিনয় শিল্পীর প্রাণের জায়গা।
আলী আফতাব