এ বছর পুরোদমে বড় পর্দায় ফিরছেন পপি। মুক্তি পাচ্ছে তার অর্ধডজনেরও বেশি ছবি। চুক্তিবদ্ধ হচ্ছেন বেশ কটি ছবিতে। কয়েক বছর ধরে অনেকটাই পপিবিহীন কেটেছে চলচ্চিত্রাঙ্গন। তিনবার জাতীয় পুরস্কার পাওয়া বুনোসুন্দরী খ্যাত এই অভিনেত্রী। চলচ্চিত্রের মন্দাবস্থা এবং পছন্দের চরিত্র না পাওয়ায় চলচ্চিত্র জগৎ থেকে কিছুটা দূরে সরে ছিলেন। গত বছরের শেষদিকে মুক্তি পায় পপি অভিনীত 'চার অক্ষরে ভালোবাসা'। এতে পপির অভিনয়ের প্রশংসা করেন দর্শক ও নির্মাতা। তাদের কথায় নব্বই দশকে প্রথম ছবি 'কুলি' থেকে সর্বশেষ 'চার অক্ষরে ভালোবাসা' ছবি দিয়ে একটানা অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এ কারণে শুধু দর্শক-নির্মাতার ভালোবাসাই নয়, রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন পপি। তার সমসাময়িক অভিনেত্রীদের পেছনে ফেলে স্বল্প সময়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন।
এ বছর পপি অভিনীত যেসব ছবি মুক্তি পাবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পৌষ মাসের পিড়িত, শর্টকাটে বড়লোক, বিয়ে হলো বাসর হলো না, দুই বেয়াইর কীর্তি, ডিরেক্টর, জীবন যন্ত্রণা, দুই ভাইয়ের যুদ্ধ, মন খোঁজে বন্ধন প্রভৃতি। পপি জানান, নাম চূড়ান্ত না হওয়া আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তা ছাড়া বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ছোট পর্দার একটি নাটকেও কাজ করবেন। একটি বিজ্ঞাপনেও কাজের কথা চলছে। সব মিলিয়ে বছরজুড়ে মিডিয়ায় সরব থাকবেন পপি। চলচ্চিত্রে পপিই একমাত্র অভিনেত্রী যিনি ড্রাইভিং, হর্স রাইডিং, ফাইটিং দৃশ্যে ডামি ছাড়াই ঝুঁকি নিয়ে শর্ট দেন। তাই চলচ্চিত্রকারদের মতে, এখনো ঢালিউডে সেরা অভিনেত্রীর আসনে উপবিষ্ট রয়েছেন বুনোসুন্দরী পপি।