ডেইলি ফ্রাইড নাইট নামে নতুন একটি নাটকে অভিনয় করছেন তানভীন সুইটি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। উত্তরার ১৩ নম্বর সেক্টরের বিভিন্ন লোকেশনে এ নাটকের শুটিং চলছে।
গল্পের মূল বিষয় তৈরি হয়েছে একটি সাইকো চরিত্রকে কেন্দ্র করে। যে বিভিন্নভাবে মানুষের ঘরে ঢোকে ও অর্থ আদায় করে এবং এটাই হচ্ছে তার মূল কাজ। এ ছাড়া এ নাটকে লাক্স তারকা মুন তানভীন সুইটির মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।
ডেইলি ফ্রাইড নাইটে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শ্যামল মাওলা, অদিতি ওয়াদুদ প্রমুখ। নির্মাতা জানান, শীঘ্রই নাটকটি যে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।