নতুন বছরে নতুন কোনো কাজে এখন পর্যন্ত মেহজাবিনকে দেখা না গেলেও গত রবিবার একটি নাটকের কাজ সম্পন্ন করেছেন। মূলত নতুন বছরে মেহজাবিন নাটক কিংবা বিজ্ঞাপনের কাজে চুজি হওয়ার চেষ্টা করছেন। এ কারণেই আগের মতো প্রায় টানা কাজে আর দেখা যাবে না তাকে। আলী সুজনের রচনা ও পরিচালনায় 'যে ভুলের নেই সীমানা' নাটকে অভিনয় করেছেন তিনি। এটিই মেহজাবিনের নতুন বছরের প্রথম নাটক। নাটকে তিনি ঐশী চরিত্রে অভিনয় করেছেন। মেহজাবিন বলেন, 'বিষয়টি এমন যে এখন ভালো গল্প ভালো চরিত্রে কাজ করার সুযোগ না পেলে কাজ করব না। ভুলের নেই সীমানা নাটকের গল্পটি অসাধারণ। প্রচলিত ঘরানার একেবারেই বাইরের একটি গল্প। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। কাজটি করে আমার নিজেরই খুব ভালো লেগেছে।' নাটকটি ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে আশফাকুর অভি পরিচালিত মেহজাবিন অভিনীত 'ব্ল্যাক রোজ' নাটকটি প্রচার হয়েছে মাছরাঙা টিভিতে। এ নাটকে মেহজাবিনের অভিনয় দর্শকনন্দিত হয়েছে। এ ছাড়া মেহজাবিন সর্বশেষ 'বাংলালিংক'র বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছেন। বিজ্ঞাপনটি এখন বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এদিকে প্রায়শই বিভিন্ন চলচ্চিত্রে মেহজাবিন কাজ করার প্রস্তাব পেলেও এই মুহূর্তে চলচ্চিত্রে কাজ করা নিয়ে তার কোনো আগ্রহ নেই।