সালমান খান, শাহরুখ খান, আমির খান। সত্যি কথা বলতে বলিউডের এই তিনখানের সঙ্গে সিনেমা করাটা যে কোনো অভিনেত্রীর কাছে একদিকে যেমন স্বপ্ন, অন্যদিকে তেমন সাফল্যের সিঁড়িও। বিপাশা বলিউডে পা রেখেছেন ১৫ বছর হয়ে গেল। কিন্তু এখন কোনো খানের সঙ্গেই জুটি বাঁধেননি তিনি। আর তাতে তার কোনো আক্ষেপও নেই বলে জানিয়েছেন এই বঙ্গললনা।
শুক্রবার তার নতুন ছবি 'অ্যালোন' মুক্তি পেয়েছে।
তিনি বলেন, এই ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন যারা তিন খানের সঙ্গে ছবি করেও আজ অন্ধকারে। তাহলে বড় ব্যানারের ছবিতে অভিনয় করে কী লাভ হয়েছে তাদের?