তিনশ পর্বের মাইলফলক স্পর্শ করছে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান 'সিনেটিউন'। বেলা ২টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে এ অনুষ্ঠান। আজ প্রচার হবে এর ৩০০তম পর্ব। বিশেষভাবে সাজানো এই পর্বে থাকছে সময়ের জনপ্রিয় বিভিন্ন চলচ্চিত্রের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনি বিকাশ বড়ুয়া।