ভক্তদের আবদার মেটাতে প্রতি রবিবার নিজ বাড়ি জলসায় তাদের সঙ্গে দেখা করেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। কিন্তু অমিতাভ ফ্যানদের কাছে এই রবিবার ছিল একটু আলাদা। অমিতাভপ্রেমীরা এই দিন তাদের চাহিদা থেকে অনেকটা বেশিই পেয়েছেন। কেননা শুধু অমিতাভ নয় সঙ্গে ছিল নাতনি আরাধ্যা বচ্চনও। নাতনি আরাধ্যাকে কোলে নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন তিনি।
ভক্তদের সঙ্গে দেখা শেষ করে বিগ-বি আরাধ্যার সঙ্গে তোলা বেশ কিছু ছবি নিজের ব্লগে পোস্ট করেন। একইসঙ্গে ফেসবুকে তিনি লিখেছেন, আরাধ্যা ভগবানের কাছ থেকে পাওয়া আমার শ্রেষ্ঠ উপহার।ওকে পেয়ে আমি খুব খুশি। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি,২০১৫/ রোকেয়া।