আরজে হিসেবে মিডিয়াতে তার যাত্রা শুরু। এরপর উপস্থাপক হিসেবেও চলে আসেন আলোচনায়। একই সঙ্গে বিজ্ঞাপনের মডেল, মিউজিক ভিডিওর মডেল হিসেবেও কাজ করেছেন। মাঝে গানও গেয়েছেন তিনি। তবে এবার তার চোখ সিনেমার দিকে। চলচ্চিত্রে নায়ক হিসেবে কাজ করতে যাচ্ছেন নীরব খান। তারেক মাহমুদ পরিচালিত 'চটপটি' চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বিপরীতে থাকবেন সারা। মার্চ মাসে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। নীরব বলেন, 'অনেকদিনের স্বপ্ন বড় ক্যানভাসে কাজ করার। তারেক ভাই সেই স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। সবার দোয়া চাই যেন ভালোভাবে নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে পারি।'
এদিকে এরই মধ্যে একই প্রতিষ্ঠানের তিনটি নতুন বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন নীরব। কাজী টিপুর নির্দেশনায় আরএফএল সোফা সেট, আরএফএল ফ্লোর বাকেট ও আরএফএল চেয়ারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন নীরব। শীঘ্রই তিনটি বিজ্ঞাপন প্রচারে আসবে বলে জানালেন নীরব। সবমিলিয়ে ভীষণ ব্যস্ত তিনি।