নতুন হেয়ারস্টাইল ধারণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। কাঁধ পর্যন্ত চুল ছেটে ফেলেছেন তিনি। সপ্তাহখানেক আগে থেকেই এমন খবর বাতাসে ভেসে বেড়াচ্ছিল। কিন্তু দেশের বাইরে থাকায় বিষয়টির নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না।
এরপর অবশ্য দুুই দিন আগে ইনস্টাগ্রাম ও টুইটারে নিজের ছোট চুলের ছবি আপলোড করে সেই খবরটি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা নিজেই। ছোট করার পাশাপাশি উজ্জ্বল বাদামি রঙে রাঙিয়ে নিয়েছেন মাথার চুল। টুইটারে তিনি লিখেছেন, `একটা অ্যাডভেঞ্চার করে ফেললাম। কেমন লাগছে? ছোট চুলে খুব কি খারাপ লাগছে?` কয়েক মিনিটের মধ্যে সেই ছবি রিটুইট হয়েছে কয়েক লক্ষবার। ভক্তরা প্রশংসাও করেছেন অনেক। অনেকেই তাঁর বড় চুলের কথাও বলেছেন। এর আগে সোনাক্ষী সিনহাও চুল ছাঁটানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
বিডি-প্রতিদিন / ২১ জানুয়ারি,২০১৫ /নাবিল