বলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত-সমালোচিত ও ব্যবসাসফল মুভি 'পিকে' নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ভারতীয় এক ঐপন্যাসিক মুভিটির বিরুদ্ধে তার এক উপন্যাস কপি করে মুভিটিতে ব্যবহারের আনুষ্ঠানিক অভিযোগ এনেছেন। এ লক্ষ্যে তিনি দিল্লি হাইকোর্টে একটি আবেদন করে ক্ষতিপূরণবাবদ এক কোটি রুপি দাবি করেছেন। এমনকি তার গল্পের জন্য কৃতিত্বও দাবি করেছেন ওই ঐপন্যাসিক। খবর ইন্ডিয়া টুডে'র
ওই ঐপন্যাসিকের নাম কপিল ইসাপুরি। 'ফারিস্তা' নামে তার একটি হিন্দি উপন্যাস ২০১৩ সালে প্রকাশিত হয়। পিকের বিরুদ্ধে এই উপন্যাসেরই একটি অংশ চুরি ও নকল এবং ব্যবহারের অভিযোগ আনেন ইসাপুরি। ব্যাপক ব্যবসাসফল 'পিকে' পরিচালনা করেন রাজকুমার হিরানি। নির্মাতা বিধু বিনোদ চোপড়া ও হিরানি। গত ১৯ ডিসেম্বর মুক্তি পায় মুভিটি। এতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত ও বোমান ইরানি।
উল্লেখ্য, দিল্লি হাইকোর্ট এর আগেও পিকের বিরুদ্ধে একটি আবেদন খারিজ করে দিয়েছিল। ওই আবেদনে মুভিটির বিরুদ্ধে হিন্দু দেবতা, হিন্দু ধর্ম ও বিশ্বাস এবং পূজা নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ আনা হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০১৫/শরীফ