বলিউড বাদশাহ শাহরুখ খানের টুইটার অনুসারীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। বেড়ে তা এখন ১ কোটি ১০ লাখে পৌঁছেছে। সামাজিক যোগাযোগের ক্ষুদ্র এই মাধ্যমটিতে অনুসারীর সংখ্যার দিক দিয়ে বিগ বি অমিতাভের পরেই এখন শাহরুখের অবস্থান। অমিতাভের টুইপলের সংখ্যা ১ কোটি ২০ লাখের সামান্য বেশি। খবর ইন্ডিয়া টুডে'র
২০১০ সালের জানুয়ারিতে টুইটারের সঙ্গে যুক্ত হন কিং খান শাহরুখ। আর ২ জানুয়ারি প্রথম টুইট করেন। প্রথম টুইটে শাহরুখ লিখেছিলেন, 'খুবই লাজুক প্রকৃতির হওয়ায় আমি কখনোই ভাবিনি যে আমি টুইটারে যুক্ত হবো। কিন্তু বন্ধু করণ জোহর চাপাচাপি করছিল যে অন্যের সঙ্গে আমার জীবন ভাগাভাগি করা শেখা উচিত।'
শাহরুখ এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ১৩৬টি টু্ইট করেছেন এবং নিজে ৭৫ জন ব্যক্তিকে ফলো করেন।
উল্লেখ্য, মাত্র গত সপ্তাহেই বলিউড সেলিব্রেটি হিসেবে টুইটারে ১ কোটি অনুসারীর ক্লাবে প্রবেশ করেন আরেক অভিনেতা সালমান খান। টুইটারে বর্তমানে তার ভক্তের সংখ্যা ১ কোটি ২ লাখ। আর আমির খানের টুইটার ভক্তের সংখ্যা এখন ১ কোটি ৮ লাখ। টুইটারে অনুসারীর সংখ্যার দিক দিয়ে শীর্ষ সারিতে থাকা বলিউডের অন্য সেলিব্রেটিরা হচ্ছেন দীপিকা পাড়ুকোন ৯.১৩ মিলিয়ন, প্রিয়াঙ্কা চোপড়া ৮.৫১ মিলিয়ন, হৃত্বিক রোশন ৮.২২ মিলিয়ন এবং অক্ষয় কুমার ৭.২৭ মিলিয়ন।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০১৫/শরীফ