২০১৪ সালের জুলাইয়ে হয়েছে বাগদান। এবার বিয়ের পিঁড়িতে বসতে সোহা আলী খান ও কুনাল খেমু। এজন্য তারিখ ঠিক করা হয়েছে ২৫ জানুয়ারি।
বড় ভাই বলিউড অভিনেতা সাইফ আলী খানের মতো কোর্টে গিয়েই বিয়ে করবেন সোহা। মুম্বাইয়ে ২৫ জানুয়ারি বিশেষ বিয়ে আইনে কুনালের সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন তিনি।
ঢাক-ঢোল পেটানো বড় আয়োজন নয়, এদিন ঘরোয়াভাবে কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে পর্ব সম্পন্ন হবে তাদের। এতে যোগ দিতে অতিঘনিষ্ঠ কিছু বন্ধুকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। তবে এ তালিকায় নেই সিনেমা জগতের কোনও তারকা।
গত বছরের জুলাইয়ে প্যারিসে সোহা-কুনালের বাগদান হয়। তাদের সম্পর্কে সম্মতি রয়েছে দু'জনের পরিবারের সদস্যদের।
এদিকে বিয়েতে মেয়েকে উপহার দেয়ার জন্য মুম্বাইয়ে ৯ কোটি রুপির একটি ফ্ল্যাট কিনেছেন সোহার মা শর্মিলা ঠাকুর।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৫/মাহবুব