সিডি চয়েসের ব্যানারে বাজারে এসেছে তরুণ সংগীত শিল্পী ও গীতিকার নিলয় খানের গাওয়া গানের দ্বিতীয় মিউজিক ভিডিও। 'হাতের পাশে হাত' শিরোনামে অ্যালবামের গানগুলো চিত্রায়ণ করা হয়েছে। 'মিক্সড হিট ভলিউম-০২' নামে গত ঈদে নিলয় খানের আরেকটি অ্যালবামে প্রকাশ পায়। 'হাতের পাশে হাত' মিউজিক ভিডিওর গানের সুর করছেন শাহেদ ও সংগীত পরিচালনা করেছেন এসএম তুষার। লিখেছেন নিলয় নিজেই। ভিডিওটিতে মডেল হিসেবে কাজ করেছে নিলয় ও সালওয়া। ভিডিওটি পরিচালনা করেছেন যুক্ত ফুয়াদ। নিলয় বলেন, গানগুলো শ্রোতা ও দর্শক মহলে প্রশংসা পেয়েছে। আশা করি ভিডিও অ্যালবামটিও সাড়া জাগাবে'।