কারিনা কোন পরিবারের মেয়ে জানেন? উত্তর সহজ। তিনি কাপুর পরিবারের মেয়ে। আর কাপুর পরিবার হচ্ছে পাঞ্জাবি। তাই কারিনার শরীরেও বইছে পাঞ্জাবি রক্ত। কিন্তু কারিনা নিজেই পাঞ্জাবি ভাষা পারেন না। তাই তিনি পাঞ্জাবি ভাষা শিখতে যাচ্ছেন। 'উড়তা পাঞ্জাব' শিরোনামের ছবিতে অভিনয়ের জন্য তিনি পাঞ্জাবি ভাষা শিখছেন বলে জানা গেছে।
'উড়তা পাঞ্জাব' ছবিতে সাবেক প্রেমিক শহিদ কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন কারিনা। ছবিটিতে পাঞ্জাবি এক মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। ছবির বেশিরভাগ সংলাপই পাঞ্জাবি ভাষায়। শুদ্ধ উচ্চারণে পাঞ্জাবি ভাষা বলার জন্য দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক রজত সিংয়ের কাছে ১০ দিনের একটি কোর্স করবেন কারিনা।
পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিগত কাজ নিয়েও ২০১৫ সালটা প্রচণ্ড ব্যস্ততায় কাটাতে হবে কারিনাকে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন সালমান খানের সঙ্গে 'বজরঙ্গি ভাইজান' ছবির শুটিং নিয়ে। এর পরপরই অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত 'ব্রাদারস' ছবির একটি আইটেম গানে নাচতে হবে তাকে। তারপরে কারিনাকে ব্যস্ত হয়ে পড়তে হবে ননদ সোহা আলী খানের বিয়ের প্রস্তুতি নিয়ে। সব ব্যস্ততা শেষে তাকে বসতে হবে পাঞ্জাবি ভাষা শিক্ষার ক্লাসে।