হেমামালিনী যখন চুটিয়ে অভিনয় করছেন তখন একজন তাঁকে বুঝিয়েছিলেন শুধু অভিনয় নয়, তিনি গানও গাইতে পারেন। অন্য কেউ বললে হয়তো তেমন ভাবতেন না হেমামালিনী, কিন্তু মানুষটা যে কিশোরকুমার।
তাই গান গাওয়ার ব্যাপারে এতটা আগ্রহ দেখিয়েছিলেন যে, কিশোরকুমারেরই দুটো গানকে রেকর্ডও করতে চেয়েছিলেন তিনি। তবে তখন আর তা হয়ে ওঠেনি, হল এতদিন পরে। উদ্যোগ নিলেন বাবুল সুপ্রিয়। আর বাস্তব রূপ পেল তা। সম্প্রতি হয়ে গেল সেই অ্যালবামের কার্টেন রেজার অনুষ্ঠান।
ভোটের প্রচারের পথে হেমাজীর মুখে পুরনো দিনের গল্প শুনেই বাবুল সিদ্ধান্ত নেন হেমাজিকে দিয়ে কিশোরকুমারের গাওয়ানের স্বপ্ন পূরণ করবেন। হেমাজী উচ্চারণ থেকে সুর সব শিখে রীতিমতো রিহার্স করেছেন। তারপর রেকর্ডিং করেছেন।
মুকুল দত্তের কথায় কিশোরকুমারের কম্পোজ করা দু’দুটি গানকে নতুন করে রিক্রিয়েট করে গেয়েছেন হেমামালিনী।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন