রুপালি পর্দায় আবার ফিরছেন রাভিনা। পরিচালক ওনির আপকামিং রোমান্টিক ছবি 'শব'র মাধ্যমে বলিউডে নতুন করে তার অভিষেক হতে চলেছে। তিন বছর আগে গ্ল্যামার দুনিয়া থেকে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন এই অভিনেত্রী। তবে তিনি নিজেকে দূরে রাখতে পারছেন না লাইট-ক্যামেরার জগৎ থেকে।
রাবিনা বলেন, 'বলিউডে কামব্যাক করার জন্য এ রকমই একটা চ্যালেঞ্জিং রোল চাচ্ছিলাম। ওনির পরিচালিত এই ছবিতে আমার চরিত্রটি চ্যালেঞ্জিংয়ের পাশাপাশি বেশ মজারও।' রাবিনা চরিত্র সম্পর্কে তিনি বলেন, 'ওনি প্রথমে আমাকে অন্য একটি চরিত্রে অভিনয়ের জন্য বলেছিলেন। কিন্তু এই চরিত্রটা আমার এতটাই পছন্দ হয়েছে যে, নিজে থেকেই তা বেছে নিয়েছি।' জানা গেছে, 'শব' দিলি্লর প্রেক্ষাপটে একটি ত্রিকোণ প্রেমের কাহিনী। এই ছবিতে শুধু রাভিনারই কামব্যাক হচ্ছে না, টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী অর্পিতা ও আশিষ বিস্তও বলিউডে পা রাখতে চলেছেন।