ডি রকস্টার প্রতিযোগিতা থেকে আসা শিল্পী পলাশের ফিচারিংয়ে এবার প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন নবীন গায়িকা নীলা। অ্যালবামের নাম 'নীলার গান'। এ অ্যালবামে মোট গান থাকছে ১০টি। ঢাকার মেয়ে নীলা বর্তমানে আমেরিকায় স্বামী রাশেদ মুজিব নোমানসহ বসবাস করেন। গানের টানে দেশে আসা হয় তার। অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন পলাশ। গানগুলোর মধ্যে চারটি গান রবীন্দ্র, নজরুল, ফোক ও দেশাত্মবোধক গান থাকবে। পলাশ নীলাকে নিয়ে বলেন, 'অনেক দিন ধরেই গান করছেন নীলা। এবার আমার ফিচারিং একক বের করছেন। প্রতিটি মৌলিক গানের কথা ও সুর ভিন্ন। কারণ এখানে বিভিন্ন ধাঁচের গান থাকছে। সেই হিসেবে যত্ন নিয়ে অ্যালবামের কাজটি করেছি। আর নীলা ভালো গেয়েছেন। আশা করছি, সবার পছন্দ হবে তার গান।'
অ্যালবামে থাকা তার গানগুলোর শিরোনাম হচ্ছে- 'নীলা গান ১', 'বৃষ্টি দেখছে', 'শুধু তুই', 'অভিমান', 'ফিরে এসো', 'মেঘ বলেছে যাবো যাবো', 'পরদেশী মেঘ', 'আমার সোনার ময়না পাখি', 'একবার যেতে দেনা'। মৌলিক গানগুলো লিখেছেন স্বাগত ও রবিউল ইসলাম জীবন। গান নিয়ে নীলা বলেন, 'আমি ছোটবেলা থেকেই গান করি। আমি চাই, আমার গানগুলো শ্রোতারা শুনুক এবং ভালো-মন্দ মন্তব্য করুক। গান নিয়েই থাকতে চাই।'