হিন্দি ছবি প্রদর্শন বন্ধের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল চলচ্চিত্র ঐক্যজোট এফডিসির গেটে অবস্থান কর্মসূচি পালন করেছে। এ ছাড়াও হিন্দি ছবির পোস্টার-ব্যানার পোড়ানো হয়। গতকাল বেলা ৩টা থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি। ১৯টি চলচ্চিত্র সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। অবস্থান কর্মসূচি পালনকালে জোটের নেতারা অভিন্ন বক্তব্যে বলেন, আমাদের লাগাতার দাবি সত্ত্বেও প্রশাসন হিন্দি ছবি বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না। এটি সত্যিই দুঃখজনক। বঙ্গবন্ধুর হাতে গড়া এদেশের চলচ্চিত্রশিল্প আজ ধ্বংস হতে চলেছে। চলচ্চিত্রকাররা পথে বসতে যাচ্ছে। রাজপথের আন্দোলনে আমাদের ঠেলে দেওয়া হয়েছে। চলচ্চিত্র নির্মাণের কাজ এখন বন্ধ। আমরা অচিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষযটির সুরাহা চাইব। বক্তারা বলেন, স্বার্থান্বেষী মহলের চক্রান্তে এদেশের চলচ্চিত্রশিল্পকে ধ্বংসের পাঁয়তারা চলছে। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র রুখবই। অচিরেই বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। অবস্থান কর্মসূচি শেষে প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রদর্শিত হিন্দি ছবি 'ওয়ানটেড'র পোস্টার-ব্যানার পোড়ায় এবং আমদানিকারকদের ছবিতে থু থু নিক্ষেপ করে জোটের নেতা-কর্মীরা। এর পর তারা যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হিন্দি ছবি প্রদর্শন বন্ধে আয়োজিত গোলটেবিল বৈঠকে। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই গোলটেবিল বৈঠকের আয়োজন করেন।
প্রদর্শক সমিতির সংবাদ সম্মেলন আজ
চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও হিন্দি ছবির আমদানিকারক প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজ সংবাদ সম্মেলন করবে আজ। বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে হিন্দি ছবি আমদানি ও প্রদর্শনের বিষয়ে বক্তব্য রাখবেন সমিতির নেতারা।