ভালোবাসা দিবসের টেলিফিল্মে অভিনয় করলেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। শাহাদাত রাসেলের রচনা এবং সাইফুল হাফিজ খানের পরিচালনায় টেলিফিল্মটির শিরোনাম 'বৃত্তবন্দী'। এতে মৌয়ের বিপরীতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। টেলিফিল্মটি প্রযোজনায় আছেন মানিক হোসাইন ও সাইকুল ইসলাম ফাহিম। সম্প্রতি শুটিং শেষ হয়েছে বৃত্তবন্দীর। গল্পে দেখা যাবে, প্রিয়ন্তি ও শাহেদ সুখী দম্পতি। পাশাপাশি রুমেল এক ব্রোকেন পরিবারের আর্কিটেক্ট মায়ের একমাত্র ছেলে। তীব্রভাবে আত্মকেন্দ্রিক ও বন্ধুহীন হতাশ যুবক। সময়ের চক্রে প্রিয়ন্তি আর শাহেদের জীবনে জড়িয়ে পড়ে রুমেল। রুমেলের একাকীত্বের অংশ হয়ে দাঁড়ায় প্রিয়ন্তি। দুজনের জীবনে ঘটতে থাকে নানান ঘটনা। কিন্তু একই ঘটনাকে প্রিয়ন্তি আর রুমেল দেখে ভিন্ন দৃষ্টিকোণে। চিন্তা আর স্বপ্নের মাঝে সময় একটা বড় ফ্যাক্টর। সময়ের বৃত্তে ঘুরতে ঘুরতে পাল্টে যায় রুমেলের জীবন। এই টানাপড়েনের প্রভাব পড়ে প্রিয়ন্তি ও শাহেদের জীবনে। টেলিফিল্ম প্রসঙ্গে মৌ বলেন, 'স্ক্রিপ্ট পড়ে অভিনয়ে রাজি হয়েছি। গল্পটি ভালো লেগেছে। আমার অভিনীত চরিত্রটিও। ভালোবাসা দিবসে এটি দর্শকদের বাড়তি আনন্দ দেবে।'