শোবিজ প্রতিবেদক
গত বছর শাহনূর অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তবে নতুন বছর তার অভিনীত তিনেরও অধিক মুক্তি পাবে। আসছে স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে জাহিদ হোসেন পরিচালিত 'জীবন যন্ত্রণা'। এ ছাড়া শুটিং চলছে শাহনূর অভিনীত ছয়টি চলচ্চিত্রের। সেগুলো হচ্ছে সোলায়মান হোসেন লেবুর 'প্রেম প্রীতি ভালোবাসা', জুয়েল ফারসির 'হবারতো হবেই প্রেম', ফারুক হোসেনের 'কাকতাড়ুয়া', জাভেদ মিন্টুর 'একজন বীরাঙ্গনা', সারওয়ার হোসেনের 'লাবু এলো শহরে' ও বাবু রায় পরিচালিত 'অপহরণ'। এসব চলচ্চিত্রের মধ্যে সরকারি অনুদানের চলচ্চিত্র 'কাকতাড়ুয়া' এবং এর শুটিং প্রায় শেষ বলে জানিয়েছেন শাহনূর। বাকি পাঁচটি চলচ্চিত্রের শুটিং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে হচ্ছে। শাহনূর বলেন, 'আমার অভিনীত এসব চলচ্চিত্রে বাণিজ্যিক ধারার চলচ্চিত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রও। আমি সব সময়ই ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চেয়েছি। যারা আমাকে নিয়ে কাজ করছেন তাদের প্রতি আমি সব সময়ই কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে আরও ভালো চলচ্চিত্রে কাজ করতে চাই।'
শাহনূর তার সাত চলচ্চিত্রকে লাকি সেভেন বলছেন।