ছবির শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন জন আব্রাহাম। শুটিং চলছিল দুবাইয়ের এক মরুভূমিতে। আর সেখানেই গাড়ি উল্টে পিঠে আর কোমরে আঘাত পেয়েছেন বলিউডের এই হিরো। চোট এতটাই গুরুতর যে, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই সময় মরুভূমিতে একটি কার চেজের দৃশ্যের শুট হচ্ছিল। শুটিং শুরুর প্রথম কয়েক মিনিট দক্ষতার সঙ্গে নায়ক এ গাড়িগুলো কাটিয়ে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু কিছু সময় পরই ঘটে অঘটন।
হঠাৎ করে গাড়ির ব্রেক দেন জন কিন্তু গতি খুব বেশি থাকায় টাল সামলাতে না পেরে একদিকে উল্টে যায় গাড়ি।