নতুন বছরে কাজের ব্যস্ততা কেমন?
সাখাওয়াত মানিকের নির্দেশনায় 'মুহূর্তগুলো অন্যরকম হয়' নাটকে কাজ করেছি। এতে আমার বিপরীতে ছিলেন অপূর্ব। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আফজাল খান। বছরের প্রথম কাজটিই অনেক ভালো হয়েছে। নতুন বছর আকাশ পাতাল ব্যস্ততায় ডুবে আছি।
এর আগেও তো আপনি এবং অপূর্ব জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন?
এর আগে বেলাল উদ্দিন শুভর নির্দেশনায় 'চেনা অচেনা' ও 'ভ্যারিয়েশন অব লাভ' নাটকে কাজ করেছিলাম। দুটি নাটকই প্রচার হয়েছে। খুব ভালো রেসপন্স পেয়েছি দুটি নাটকে অভিনয় করে। এ নিয়ে তৃতীয়বারের মতো কাজ করেছি অপূর্ব ভাইয়ার সঙ্গে।
নতুন বিজ্ঞাপনেও কাজ করেছেন?
এ জাবির রাসেলে নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। বছরের প্রথম দিনেই এ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। খুব শীঘ্রই প্রচারে আসবে। এ ছাড়া খুব শীঘ্রই কলকাতা যাচ্ছি আরেকটি বিজ্ঞাপনের কাজ করতে। গত বছর অমিতাভ রেজার নির্দেশনায় প্যারাস্যুট এবং সনক মিত্রের নির্দেশনায় তিব্বতের বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করে বেশ ভালো রেসপন্স পেয়েছি।
সর্বশেষ পল্লব বিশ্বাসের নির্দেশনায় একটি ধারাবাহিকে কাজ করেছিলেন?
পল্লব বিশ্বাসের নির্দেশনায় 'রিলেশনসীপ'ই ছিল আমার অভিনীত শেষ ধারাবাহিক নাটক। এটি এখনো প্রচারে আসেনি। তবে এরপরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করার কথা ছিল। কিন্তু শিডিউলজনিত সমস্যার কারণে ধারাবাহিক নাটকটিতে অভিনয় করা হয়ে উঠেনি।
নতুন কোনো চলচ্চিত্র?
এখন পর্যন্ত নতুন চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে ব্যাটে-বলে মিলেনি। গল্প, চরিত্র, পরিচালক এবং সর্বোপরি প্রযোজনা সংস্থা সব মিলিয়েই ব্যাটে-বলে মিলে গেলে নতুন চলচ্চিত্রে কাজ করব। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ভক্তদের নতুন চলচ্চিত্রের খবর দিতে পারব। কারণ বড় পর্দায় অভিনয় করা আমার প্রধান স্বপ্ন।
চলচ্চিত্রে কাজ করে কি আপনি তৃপ্ত?
অবশ্যই। বড় মাধ্যমে কে না কাজ করতে চায়! আমি এ পর্যন্ত দুটি চলচ্চিত্রে কাজ করেছি। একটি প্রয়াত এমবি মানিকের 'বলো না তুমি আমার' এবং অন্যটি সানিয়াত হোসেনের 'অল্প অল্প প্রেমের গল্প'। দুটিতে অভিনয় করে আমি তৃপ্ত এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি এখনো।
নতুন একটি ধারাবাহিকে কাজ করেছেন...
সাগর জাহানের রচনা ও পরিচালনায় 'মধ্যবিত্ত সুখ অসুখ' ধারাবাহিকে কাজ করেছি। এর দুটি কেন্দ্রীয় চরিত্রের একটিতে আমি অভিনয় করেছি। খুব ভালো লেগেছে কাজটি করতে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।
শোবিজ প্রতিবেদক