এবার নিজের চরিত্রে অভিনয় করবেন শীর্ষ নায়িকা অপু বিশ্বাস নিজেই। দর্শক নন্দিত নির্মাতা এসএ হক অলিক নির্মাণ করবেন চলচ্চিত্র 'আরো ভালোবাসবো তোমায়'। এই ছবিতে অপুর বিপরীতে থাকছেন যথারীতি শাকিব খান। ছবির গল্পে দেখা যাবে বড় পর্দার সুপারহিট নায়িকা অপু। তার কো আটির্স্ট হলেন শাকিব। এই জুটির সব ছবিই সুপারহিট ব্যবসা করে। মানে তাদের দর্শক ক্রেজ তুঙ্গে। একসময় শাকিব অপুর প্রেমে পড়ে। আর এখান থেকেই গল্পের শুরু। অপু বলেন, বিষয়টি বেশ মজার। কারণ এতদিন ছবিতে নানা রকম চরিত্রে অভিনয় করেছি। আর এবার নিজের চরিত্রে নিজেকেই অভিনয় করতে হবে। আমি খুব এক্সাইটেড। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে এই ছবির শুটিং শুরু হবে।