কক্সবাজারের রহিম। ভাগ্যের অন্বেষণে যে একদিন পাড়ি জমিয়েছিল বিদেশে। মাটির মমতা আর সমৃদ্ধ কৃষির স্বপ্ন তাকেই আবার টেনে এনেছে মাতৃভূমিতে। তারপর স্বপ্নের পথে সর্বস্ব বিনিয়োগ করে আজ এক প্রশ্নের মুখে রহিম। শেষ পর্যন্ত কি নিভে যাবে তার স্বপ্নসাধের আলো? নাকি ঠিকই কৃষি সাফল্যের অনন্য উদাহরণ গড়বে সে। এই রহিমকে নিয়েই হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে আজ ৩১ জানুয়ারি রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে একমাত্র প্রতিবেদন। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ।