একটি নয় দুটি নয় এমনকি একডজনও নয় গুনে গুনে ২৪টি অর্থাৎ দুই ডজন ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন পরীমণি। এবার বিজ্ঞাপনের ব্যস্ততা ঘিরে ধরেছে উঠতি এই অভিনেত্রীকে। এ ছাড়া ব্যস্ত রয়েছেন পহেলা ফাল্গুনে মুক্তি পেতে যাওয়া তার 'ভালোবাসা সীমাহীন' ছবির প্রচারণার কাজ নিয়ে। জানা গেছে, আরেফিন শুভ'র বিপরীতে প্রাণের একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।
পরীমণি বলেন, প্রাণের মতো একটি গ্রুপের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। এর আগে একটি মিষ্টি কোম্পানির বিজ্ঞাপনে কাজ করেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই ফের কাজ শুরু করলাম।
পরীমণির 'ভালোবাসা সীমাহীন'র পর মুক্তি পাবে মহুয়া সুন্দরী। এটি পর্দায় উঠবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। এছাড়া শেষ পর্যায়ে রয়েছে শাকিবের বিপরীতে ধূমকেতু, বাপ্পীর বিপরীতে লাভার নাম্বার ওয়ান, সায়মনের বিপরীতে পুড়ে যায় মন এবং জায়েদ ও শাহরিয়াজের সঙ্গে নগর মাস্তানসহ কয়েকটি ছবির কাজ।