চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সাংস্কৃতিক অনুষ্ঠান
চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের আয়োজনে ২ ফেব্রুয়ারি বিকালে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক কার্যক্রম। প্রথম ও দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। শেষ দিনের আয়োজন অনুষ্ঠিত হবে আর্মি স্টেডিয়ামে। তিন দিনের এই সাংস্কৃতিক কার্যক্রমে রয়েছে সংগীত, নৃত্য, জাদু, এক্রোবেটিক শো-সহ নানা আয়োজন। এ কার্যক্রমে অংশ নিতে আজ ঢাকা আসছে চায়নার সাংস্কৃতিক প্রতিনিধি দল।
মাজাহারুল ইসলাম কচির চিত্র প্রদর্শনী
আজ ধানমন্ডিস্থ ঢাকা আর্ট সেন্টারে শুরু হচ্ছে গ্যালারিতে শিল্পী মাজাহারুল ইসলাম কচির 'ভ্রূণ ও উৎসব' শিরোনামে ৯ দিনব্যাপী চিত্রপ্রদর্শনী। বিকাল ৪টায় প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। শিল্পী শিশির ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
'খনা'র মঞ্চায়ন
৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলা একাডেমির মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে বটতলা প্রযোজিত নাটক 'খনা'। সামিনা লুৎফা নিত্রার রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আলী হায়দার। বিভিন্ন চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন- মো. আলী হায়দার, তৌফিক হাসান, মিজানুর রহমান, আব্দুল কাদের, সামিনা লুৎফা নিত্রা, ব্রাত্য আমীন, জিয়াউল আবেদীন রাখাল, বাকিরুল ইসলাম, ইভান রিয়াজ, সেউতি শাহগুফতা, পঙ্কজ মজুমদার, কাজী রোকসানা রুমা প্রমুখ।
শুরু হচ্ছে জাতীয় পথ নাট্যোৎসব
'এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার' এই স্লোগান নিয়ে কাল কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে আট দিনব্যাপী জাতীয় পথ নাট্যোৎসব ২০১৫।
আট দিনব্যাপী এ পথ নাট্যোৎসবে প্রতিদিন বিকাল ৪টা থেকে শহীদ মিনারে মঞ্চায়ন হবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত নাট্যদলের বিভিন্ন পথনাটক।
জহির রায়হান চলচ্চিত্র উৎসব
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জহির রায়হান চলচ্চিত্র উৎসব ২০১৫।
তিন দিনের এ চলচ্চিত্র উৎসবে জহির রায়হান নির্মিত পাঁচটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
একাডেমির নাটক ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে শুরু হওয়া এই উৎসবে প্রদর্শিত হবে 'কাচের দেয়াল', 'আনোয়ারা' ও 'বেহুলা'। ১ ফেব্রুয়ারি শেষ দিনে প্রদর্শিত হবে ' স্টপ জেনোসাইড'।
প্রতিশ্রুতিশীল শিল্পীদের সাংস্কৃতিক আয়োজন
১০০ জন প্রতিশ্রুতিশীল শিল্পীর নাচ ও গান নিয়ে কাল শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী সংগীত ও নৃত্যানুষ্ঠান। ওদিন বিকালে একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি থাকবেন সংগীত পরিচালক শেখ সাদী খান। আগামী ৫ ফেব্রুয়ারি শেষ হবে পাঁচ দিনের এই সাংস্কৃতিক কার্যক্রম।
আজ 'মধুরেন'
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে কিংশুক থিয়েটারের নাটক 'মধুরেন'। উইলিয়াম শেক্সপিয়রের 'দি টেমিং অব শ্রু' অবলম্বনে নাটকটির রূপান্তর করেছেন গৌতম রায়। মো. শামসুজ্জামান রিপনের নব নাট্যায়নে এটির নির্দেশনায় রয়েছেন মো. জাহিদ হোসেন চৌধুরী।
ড্যান্স ড্রামা ফেস্টিভ্যাল
আজ শিল্পকলা একাডেমিতে শেষ হচ্ছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার পাঁচ দিনব্যাপী ড্যান্স ড্রামা ফেস্টিভ্যাল।
পাঁচ দিনব্যাপী এ উৎসবের প্রতিদিন তিনটি করে ১৫টি নাচের দলের ১৫টি নৃত্যনাট্য পরিবেশিত হচ্ছে।
গত ২৭ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ইতালির শিল্পী নিকোলা স্ট্রিপ্পোলি তারশিতোর প্রদর্শনী আজ শেষ
আজ বেঙ্গল শিল্পালয়ে শেষ হচ্ছে ইতালির শিল্পী নিকোলা স্ট্রিপ্পোলি তারশিতোর ১৫ দিনব্যাপী চিত্রপ্রদর্শনী।
শিল্পীর একক ৩০টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
প্রসঙ্গত: গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় 'তারশিতো : এমব্রয়ডার দ্য ওয়ার্ল্ড' শীর্ষক এই চিত্রপ্রদর্শনী শুরু হয়।