অর্জুন রামপাল এবং জ্যাকুলিন ফার্নান্দেজ- দু'জনই পরীক্ষিত। কিন্তু পর্দায় আলো ছড়াতে পারেননি অনেকদিন। আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাদের নতুন ছবি 'রয়'। ছবিতে এভাবেই রসায়ন জমে উঠেছে তাদের। এখন দেখার বিষয় দর্শক কতটা গ্রহণ করে। ছবিতে আরও আছেন রণবীর কাপুর।