বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। শুক্রবার রাত পৌনে ৩টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মিজু আহমেদ শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
একই প্যানেলের ওমর সানী ও নাদির খান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। শাকিব-মিশা প্যানেলের মিশা সওদাগরকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অমিত হাসান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুব্রত।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডন, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে শানু শিবা এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কমল।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন: আমির সিরাজী, আলীরাজ, জনাব আমীর, আফজাল শরীফ, বেগম জেসমিন, ফরহাদ, মৌসুমী, রকিব খান, শহীদুল আলম সাচ্চু, সুশান্ত ও ববি।
এর আগে বিএফডিসিতে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৫৮৩ ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোট দেন।
সভাপতি পদে শাকিব খান পেয়েছেন ৩৫৬টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ শরীফ পেয়েছেন ৭১টি ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অমিত হাসান পেয়েছেন ২৪৭ ভোট, অপরদিকে মিশা সওদাগর পেয়েছেন ১৮০ ভোট।
সহ-সভাপতি পদে ওমর সানী পেয়েছেন ২৮৮ ও নাদির খান পেয়েছেন ২৯০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত পেয়েছেন ৩৩৭ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডন পেয়েছেন ২৬৭ ভোট। দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীরপেয়েছেন ৩৬০ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শানু শিবা পেয়েছেন ২৭৪ ভোট। কোষাধ্যক্ষ পদে কমল পেয়েছেন ২১৫টি ভোট।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৫/ রশিদা