বলিউডের মেধাবী পরিচালক অভিনয় দেও নতুন একটি মুুভি পরিচালনা করতে যাচ্ছেন। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইরফান খান ও অদিতি রাও হালদারি। ইরফানের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অদিতিকে। এখনো নাম ঠিক না হওয়া পরিচালক অভিনয়ের এই মুভিতে আরো আছেন কুনাল কাপুর, কুনাল রায় কাপুর ও বিজয় রাজ। খবর টাইমস অব ইন্ডিয়ার
মজার বিষয় হলো, মুভিটির নির্মাণ করছেন অভিজ্ঞ ও খ্যাতিমান নির্মাতা রাকেশ রোশন। এর মিউজিক কম্পোজাকরেছেন রাজেশ রোশন। ফেব্রুয়ারির শেষ দিকে মুম্বাই ও লক্ষৌতে মুভিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি ২০১৫/শরীফ