দীর্ঘ বিরতিতে সিনেমায় অভিনয় করেন বলিউড সুপাস্টার আমির খান। কোনো তাড়াহুড়া নয়, ভক্তদের ভিন্ন স্বাদ উপহার দিতে বছরে তার একটা সিনেমায় যেন যথেষ্ট। সম্প্রতি আমির খান অভিনীত পিকে সিনেমা বক্স অফিসে সাফল্যের রেকর্ড করার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন। পিকে কিনা বলিউডের প্রথম সিনেমা, যা অনলাইনে টিকিট বিক্রি করেই একশো কোটি টাকার ব্যবসা করেছে।
ভারতের বৃহত্তম অনলাইন এন্টারটেইনমেন্ট টিকিট প্ল্যাটফর্ম ‘বুকমাই শো’ সংবাদমাধ্যমকে জানিয়েছে, পিকে বলিউডের প্রথম সিনেমা যা অনলাইনে টিকিট বিক্রি করেই একশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। অন্যদিকে বক্স-অফিসে পিকের আয় ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা।
পোস্টার মুক্তির সময় থেকেই বিতর্কের ঘেরাটোপে ছিল পিকে। হিন্দু ধর্মের ভাবাবেগকে ক্ষুন্ন করা থেকে শুরু করে গল্প চুরির তকমা কোনো বিতর্কই পিছু ছাড়েনি আমিরের। তারপরও বক্স-অফিসে এখন পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করেছে রাজকুমার হিরানী পরিচালিত পিকে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৫/আহমেদ/মাহবুব