‘চোখেরই পলকে’, ‘যদি তুমি’, ‘রোদ্দূর ভেঙ্গে’ গানগুলো দিয়ে শ্রোতামহলে আলোচিত হন সংগীতশিল্পী রিজভী ওয়াহিদ। অন্যদিকে দেশের অনেক শ্রোতাপ্রিয় গানের শিল্পী ন্যান্সি। এবার প্রথমবারের মতো একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলেন এই দুই শিল্পী। সম্প্রতি দু'জনের কণ্ঠে গানটির রেকর্ডিংও হয়েছে। গানটির শিরোনাম ‘আমি চাই তোরে’। ‘উড়ছে আলো তোর চোখের ওই পথ ধরে/লাগছে ভালো থাকতে আজ তোর হাত ধরে’-এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন শান।
ন্যান্সি বলেন, ‘রিজভী ওয়াহিদের ‘চোখেরই পলকে’ গানটির ভক্ত আমি। তার গান গাওয়ার স্টাইলও দারুণ! আমাদের দু'জনের গলায় এই গানটি খুব ভালো মানিয়েছে। গানটির কথা এবং সুর-সংগীতায়োজনও হয়েছে অসাধারণ।’
গানটি প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন, ‘ন্যান্সি আমার অনেক পছন্দের একজন শিল্পী। অনেক দিনের ইচ্ছা ছিল তার সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দেওয়ার। সে ইচ্ছাটি এবার পূরণ হয়েছে। আশাকরি গানটি সবাই পছন্দ করবেন।’
রিজভী ওয়াহিদ আরও জানান, ‘কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও তৈরি করবেন তিনি। এরপর বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনে এটির প্রচার শুরু হবে।’
উল্লেখ্য, ‘২০১২ সালে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয় রিজভী ওয়াহিদের প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৫/মাহবুব