আমির খানের ছবি মানেই চমক। কিন্তু এ কোন চমক! মাথা ভর্তি কাচা-পাকা চুল, মুখভর্তি খোঁচা খোঁচা দাঁড়ি যার ৯০ ভাগই পাঁকা! আর এমন নতুন লুক নিয়েই আগামী ছবিতে দর্শকদের সামনে আসছে মি. পারফেকশনিস্ট।
এর আগেও বহুবার অভিনয়ের দক্ষতায় তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। বক্স অফিসেও দুর্দান্ত সাফল্য পেয়েছে আমির খান অভিনীত ছবিগুলো। শুধু ভারতেই নয়, বিদেশের বাজারেও ব্লকব্লাস্টার হিট আমির অভিনীত ছবি।
এই মুহূর্তে মি. পারফেকশনিস্ট তার পরবর্তী ছবি 'দঙ্গল'য়ের শ্যুটিং নিয়ে ব্যস্ত। সূত্রের খবর, এই ছবিতে আমিরকে দেখা যাবে কুস্তিবিদের ভূমিকায়। জানা গেছে, কুস্তিবিদ মহাবীর ফোগটের জীবনী নিয়ে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য।
আমিরের মাসখানেক আগে মুক্তিপ্রাপ্ত ছবি 'পিকে' নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেছিল ছবির পুরো টিম। তবে এই ছবির ক্ষেত্রে দর্শকদের কোনওরকম সাসপেন্সের মধ্যে রাখছেন না আমির। স্ত্রী কিরণকে সঙ্গে নিয়ে 'দঙ্গল' এ তার নয়া লুকের ছবি প্রকাশ করেছেন আমির। এই নয়া লুকের সঙ্গে আমির অভিনীত 'গজনী' ছবির লুকের কিছুটা মিল থাকলেও বুড়ো আমিরকে দেখে অনেকেই চমকাবেন নিশ্চিত।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি ২০১৫/ আহমেদ