দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও প্রশংসিত হয়েছে মনসুর আলীর 'সংগ্রাম' ছবিটি। সেই ধারাবাহিকতায় এবার নিউইযর্ক সিটির ট্রাই-বেকা চলচ্চিত্র উৎসবে উঠবে রুহি, আমান ও অনুপম খের অভিনীত এ ছবিটি।
জানা গেছে, আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য উৎসবে দেখানো হবে 'সংগ্রাম'। এর আগে সিঙ্গাপুর ও লন্ডনে প্রশংসিত হয়েছে এটি। ছবিটির প্রযোজক, কাহিনীকার ও পরিচালক মনসুর আলী জানান, ফেব্রুয়ারির শেষের দিকে উৎসবটি শুরু হবে। ২০০২ সালে ট্রাই-বেকা উৎসবটি শুরু হয়।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা