টানা দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলেন শাকিব খান। আর প্রথমবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেই মিশা সওদাগরের হাত থেকে বিজয় ছিনিয়ে নিলেন অমিত হাসান।
শুক্রবার উৎসবমুখর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়ে গেল চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সিনিয়র শিল্পীর মধ্যে নায়করাজ রাজ্জাক থেকে এই প্রজন্মের মাহিও নির্বাচনে ভোট দেন। মোট ৫৮৩ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয় ৪৮৭টি। শাকিব খান পেয়েছেন ৩৫৬। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ শরীফ পান মাত্র ৭১ ভোট। স্বতন্ত্র প্রার্থী অমিত হাসান পেয়েছেন ২৪৭ ও তার প্রতিদ্বন্দ্বী শাকিব প্যানেলের মিশা সওদাগর পান ১৮০ ভোট। সর্বোচ্চ ৪০৭ ভোট পেয়েছেন সদস্য পদে আলীরাজ। মোট ১০টি পদের মধ্যে স্বতন্ত্র দুটি, আহমেদ শরীফ প্যানেল দুটি এবং ছয়টি পদে জয়ী হন শাকিব প্যানেলের প্রার্থী। সহসভাপতির দুটি পদে ওমর সানি ও নাদির খান, সহ-সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরমান, সাংগঠনিক সুব্রত, আন্তর্জাতিক ডন, দফতর ও প্রচার জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সানু শিবা, কোষাধ্যক্ষ কমল ও ১১ জন সদস্য-আমির সিরাজী, আলীরাজ, আমির, আফজাল শরীফ, জেসমিন, ফরহাদ, মৌসুমী, রকিব খান, শহীদুল ইসলাম সাচ্চু, সুশান্ত এবং ববি।