শুক্রবার মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি 'হিরোগিরি'। দেবের বিপরীতে অভিনয় করেছেন কোয়েল মলি্লক ও সায়ন্তিকা। সঙ্গে আছেন মিঠুন চক্রবর্তী। এরই মধ্যে ছবিটি হাসি ফুটিয়েছে কলকাতার চলচ্চিত্র বণিকদের মুখে। কলকাতার চলচ্চিত্র ব্যবসায় যে খরা চলছিল, তা অনেকটা দূর হবে এ ছবির মাধ্যমে- এমনটাই ধারণা সবার। আর এ ছবির মধ্য দিয়ে আবার পর্দায় ফিলেছেন কোয়েল। তাই দর্শকও উপভোগ করছেন দেব-কোয়েল রসায়ন। এ যেন পুরনো কাসুন্দীর মজাদার স্বাদ।