অবশেষে শাবনূরের দেখা মিললো। প্রায় দেড় বছরে একটিবারের জন্যও কারও সামনে বের হননি তিনি। এমনকি এফডিসিতেও যাননি। যেন কানামাছি খেলছিলেন। গতকাল এলেন চলচ্চিত্রপাড়ায়। শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এলেন তিনি। কালো ওড়নায় মুখ ঢেকে বোরকা পরিহিত শাবনূর যখন গাড়ি থেকে নামলেন তখন কেউই বুঝতে পারেননি তিনি কে? সবার ধারণা ছিল ভোট দিতে আসবেন না এ অভিনেত্রী। তাকে পেয়ে সবাই খুশিতে মেতে উঠলেন। তার সঙ্গে অনেক সহশিল্পী সেলফি তুলতে ব্যস্ত হলেন। ২০১৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়া যান শাবনূর এবং ওই বছরের ডিসেম্বরে সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে দেশে ফিরলেও কারও সামনে আসেননি তিনি। এ অবস্থায় সবাই ধরেই নিয়েছেন শাবনূর হয়তো কোনো অভিমানে নিজেকে সবার কাছ থেকে দূরে আড়াল করে ফেলেছেন। শাবনূরের বাবা শাহজাহান চৌধুরীর কাছে এ বিষয়ে মাঝে মধ্যে জানতে চাইলে তিনি বলেন, সন্তানকে নিয়েই ব্যস্ত সে। এখন তার একমাত্র পৃথিবী হলো পুত্র আইজান। অন্য কিছুতে মন নেই। চলচ্চিত্রকেও এই মুহূর্তে তার 'না'। এই যখন অবস্থা তখন সবাই শাবনূরকে অমাবস্যার চাঁদ ভাবতে শুরু করেন। সেই ধারণা ভেঙে দিয়ে গতকাল পূর্ণিমার চাঁদ হয়ে চলচ্চিত্রের আকাশে উদয় হলেন তিনি।
সাংবাদিকদের নানা প্রশ্নবাণে গতকাল হাসিমুখে শাবনূরের বলা কথার সারাংশ ছিল এমন- 'আমি চলচ্চিত্রের মেয়ে। পানি কেটে যেমন দুভাগ করা যায় না তেমনি আমিও চলচ্চিত্র থেকে বিচ্ছিন্ন হতে পারব না। এখন সন্তানের দেখাশোনার জন্য হয়তো সব কিছু থেকে দূরে আছি, তবে শীঘ্রই ফিরছি।'