মায়েদের জন্য ভালোবাসা-এমন থিমকে কেন্দ্র করে নির্মিত হয়েছে শর্টফিল্ম ‘প্রেয়রোটি’। শুধু প্রেমিকার জন্য নয়, মায়েদের জন্য ভালোবাসাও যে সার্বজনীন এই ধারণা থেকেই ফিল্মটি বানিয়েছেন মোস্তফা কামাল সোহেল ও চঞ্চল। এতে প্রধান দুটি চরিত্রে দেখা যাবে মডেল সাইমুন ও মিতুলকে।
'প্রেয়রোটি’ শর্টফিল্মটি বিশ্ব ভালোবাসা দিবসে আগামীকাল একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের কথা রয়েছে। এ বিষয়ে সাইমুন বলেন, ‘মায়ের জন্য ভালোবাসাকে কেন্দ্র করে শর্টফিল্মটি তৈরি করা হয়েছে। কাজ করতে গিয়ে বারবার মনে পড়েছে মায়ের কথা। তার স্নেহ-ভালোবাসার কথা। চিরন্তন সত্য কথাটি বারবার কানে বেজেছে, ‘মায়ের ভালোবাসা সত্যিই অনন্য।’
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ