প্রেমের সফল পরিণতি বিয়ে। প্রেম ছিল, বিয়ে হয়নি- এমন সম্পর্ক ভূরি ভূরি। আমাদের শোবিজ অঙ্গনের পাঁচ সফল প্রেমের যুগল মোসুমী-ওমর সানী, জাহিদ-মৌ, তৌকীর-বিপাশা, ফারুকী-তিশা এবং তাহসান-মিথিলা। সফল প্রেমের শেষে তারা বিয়ে করেছেন, সংসার গড়েছেন। ভালোবাসা দিবস উপলক্ষে তাদের প্রেম-বিয়ে-সংসার নিয়ে যুক্তিতর্কে আলোচনা। এ নিয়ে শোবিজের বিশেষ আয়োজন-
মৌসুমী-ওমর সানী
চলচ্চিত্র জগতে মৌসুমী-ওমর সানী দম্পতিকে অনেকেই আদর্শ দম্পতি বলে থাকেন। ১৯৯১ সালে চলচ্চিত্রে আসার পর মৌসুমী শুরুতে প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে কাজ করা শুরু করেন। এই জুটি ভেঙে যাওয়ার পর মৌসুমী জুটি বাঁধেন নায়ক ওমর সানীর সঙ্গে। প্রায় ৩০টি ছবিতে জুটি বেঁধে তারা অভিনয় করেন। একসঙ্গে কাজ করার মাঝেই দুজনের ভালোবাসার সূচনা, পরবর্তীকালে বিয়ে ও ঘর-সংসার। তুমুল প্রেমের দিনগুলোর মতোই চলছে সংসার।
কাকে বলে ভালোবাসা? জানতে চাইলে মৌসুমীর পাল্টা প্রশ্ন, কোন ভালোবাসার কথা বলব? তিনি বলেন, ভালোবাসা তো অনেক রকম। ভালোবাসা আসলে সম্পর্কের বন্ধন। মৌসুমী আরও বললেন, ভালোবাসা এমন একটি বিষয় যার নির্দিষ্ট কোনো রূপ নেই। এটি পুরোপুরিই যুক্তিহীন ও অবোধ।
জাহিদ হাসান-সাদিয়া ইসলাম মৌ
একজন ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা, অন্যজন তুমুল জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী। জাহিদ হাসান আর সাদিয়া ইসলাম মৌ বিয়ের আগে প্রেম করেছেন প্রায় দুই বছর। তারপর পারিবারিকভাবেই বিয়ে। অবশ্য শুরুতে এই বিয়েতে মত ছিল না মৌ-এর পরিবারের। কিন্তু মৌ ততদিনে ঘর বাঁধার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভালোবাসা কী? উত্তরে জাহিদ হাসান বলেন, ভালোবাসা হচ্ছে অনুভূতি, যার অপর নাম প্রেম। ভালোবাসা অনেক রকম হলেও প্রেমিক-প্রেমিকার মধ্যকার সম্পর্কটিকেই আমরা ভালোবাসা বা প্রেম বলে মনে করি। আমাদের দেশের সমাজ-বাস্তবতায় নারী-পুরুষের ভালোবাসা সাধারণত সংসার সাজানোর মধ্য দিয়ে পরিণতি খোঁজে। জাহিদ হাসান বললেন, ভালোবাসার মধ্যে আছি, ভালোবাসার মধ্যেই থাকতে চাই।
তৌকীর আহমেদ-বিপাশা হায়াত
তারকা দম্পতি তৌকীর আহমেদ-বিপাশা হায়াত। নব্বইয়ের দশকে টিভি মিডিয়ার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ক্রেজ ছিল তৌকীর আর বিপাশাকে নিয়ে। কাজ করতে করতেই তারা একে অন্যের কাছাকাছি আসেন। এক সময় টের পান দুজনেই কখন যেন ভালোবাসার ফাঁদে আটকা পড়ে গেছেন।
তারপর দুই পরিবারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় তাদের বহুল আলোচিত বিয়ে। ভালোবাসা হলো নির্ভেজাল সম্পর্কের বন্ধন। বললেন তৌকীর আহমেদ। তিনি আরও বলেন, ভালোবাসা আছে বলেই মানুষের জীবনে বেঁচে থাকার প্রেরণা আছে। স্বপ্ন আছে।
বিপাশা হায়াত বললেন, ভালোবাসা হলো একে অন্যের প্রতি নির্ভরতা, পারস্পরিক বিশ্বাস আর সহমর্মিতা। আমি চাই পৃথিবী হয়ে উঠুক ভালোবাসাময়।
ফারুকী-তিশা
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আর অভিনেত্রী তিশার মধ্যে প্রেম ছিল দীর্ঘ সাড়ে চার বছর। একটি নাটকের শুটিংয়ে ফারুকী তার অনুভূতির কথা তিশার কাছে প্রকাশ করেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা বিয়েও করেন।
ফারুকীর কাছে ভালোবাসা কী জানতে চাইলে তিনি বলেন, ভালোবাসা অস্থির একটা বিষয়। সময় ভেদে এটার রূপ ও ধরন ভিন্ন। যেমন আমার কাছে বিয়ের আগে ভালোবাসা ছিল একরকম, আর বিয়ের পর হয়ে গেছে অন্যরকম। বিয়ের আগে ভালোবাসা ছিল বায়বীয়, বিয়ের পর পাল্টে গিয়ে হয়ে গেছে বস্তুগত।
ভালোবাসা সম্পর্কে তিশা বলেন, ভালোবাসা এক ধরনের মানবিক অনুভূতি। প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময় এটা অনুভব করে। বিয়ের আগে ও পরে ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমি জানি না। আমার কাছে ভালোবাসা এক রকমই আছে।
তাহসান-মিথিলা
শোবিজের মিষ্টি দম্পতি তাহসান-মিথিলা। ক্যাম্পাসে দুজনের পরিচয় হয়েছিল ২০০৪ সালে। গান নিয়ে কথাবার্তাই দুজনকে নিয়ে আসে হৃদয়ের কাছাকাছি। রিকশায়-রিকশায় ঘুরে বেড়ানো আর এসএমএস বিনিময়ের মধ্য দিয়ে দুই বছর চলে তাদের প্রেম। এরপর সংসার সাজানোর সিদ্ধান্ত নেন তারা। দুই পরিবারের মধ্যস্থতায় ২০০৬ সালের ৩ আগস্ট তারা বিয়ের পিঁড়িতে বসেন। মিথিলা মডেলিংয়ের পাশাপাশি গান করেন। গানের কথা লিখেও আনন্দ পান। অভিনয়েও সুপরিচিতি আছে।
তাহসানের কাছে ভালোবাসার সংজ্ঞা জানতে চাইলে তিনি বললেন, ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। আমি মনে করি সত্যিকারের ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম সম্পর্ক। আমি ভালোবাসার গান গাইতে খুব পছন্দ করি। জীবনের শেষ দিনও যেন ভালোবাসার গান গেয়ে যেতে পারি। মিথিলা বললেন, আবেগ-অনুভূতি-আস্থা সবকিছু মিলিয়েই ভালোবাসা। ভালোবাসার একটি বড় অধ্যায় হলো বিশ্বাস আর শ্রদ্ধাবোধ।
তাহসান-মিথিলা তুমুল প্রেমের শেষে স্থায়ী হয়েছেন। সংসার গড়েছেন। এখন তাদের সংসার আলো করছে সন্তানের মুখ। এটা তো ভালোবাসারই ফসল।