অাঁখি আলমগীর
যে ভালোবাসা নিঃস্বার্থ, যে ভালোবাসায় সততা আছে, যে ভালোবাসায় বিশ্বাস আছে, সেটা যে সম্পর্কই হোক না কেন- তাকে ভালোবাসা কয়।
শুভ্রদেব
ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ও নিষ্পাপের অনুভূতি। যার আবেদন সীমাহীন। যে আবেদন আকাশ থেকে মাটি স্পর্শ করে, ভালোবাসার আবেদন অনেকটা ওই রকম। সাগরের যেমন তলদেশ খুঁজে পাওয়া যায় না, ভালোবাসারও শেষ প্রান্ত বলে কিছু নেই।
শাবনূর
প্রেম হচ্ছে এক প্রাকৃতিক অনুভূতির নাম। সৃষ্টিকর্তা জীবাত্দা সৃষ্টির সঙ্গে সঙ্গে তার মধ্যে গেঁথে দিয়েছেন প্রেমকে। হৃদয় থেকে হৃদয়ে প্রেমের বিস্তৃতি চিরকাল চিরদিন। প্রেম আছে বলেই মানুষ স্বপ্ন দেখে।
পপি
প্রেমিক থাকুক বা না থাকুক, বুকের ভিতর উষ্ণ ঝরনার মতো বয়ে চলা অনুভূতির নাম প্রেম। এই অনুভূতি মানুষকে বাঁচতে শেখায়।
পূর্ণিমা
প্রেম একটি উজ্জ্বলতর বলবান ঘোড়া। যেটি সময় ও সভ্যতার অনন্ত পথ ধরে দৌড়ে যাচ্ছে চির সুন্দরের পানে, শুভ বুদ্ধি ও কল্যাণের প্রতীক হয়ে।
বর্ষা
প্রেম মানে ফাগুনের মাতাল বাতাস। জীবন থেকে জীবনে বসন্তের নিত্য ছোটাছুটি। ভ্যালেন্টাইন ডে হচ্ছে চিরদিনের ভালোবাসা। প্রেমকে একদিনে সীমাবদ্ধ করা নয়। অনন্ত আর আমার প্রেমও তাই। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে আমরা একে অপরকে হীরার অলঙ্কার দিয়ে আমাদের ভালোবাসার গাঁথুনিকে আরও মজবুত করেছি।