বলিউডে অভিনেতা ফারহান আখতার, অর্জুন রামপালদের ব্যান্ডে আলিয়া ভাটকে টেক্কা দিলেন শ্রদ্ধা কাপুর। ‘রক অন-২’-এর নায়িকা হিসেবে আলিয়াকে সরিয়ে নায়িকা হবেন তিনিই।
‘রক অন’-এর সিকুয়েল ঘোষণার সময় থেকই প্রায় ঠিক ছিল যে নায়িকার চরিত্রে দেখা যাবে আলিয়াকে। কিন্তু শেষমেশ আলিয়াকে বাদ নায়িকার রোল গেল শ্রদ্ধার কাছেই। এ ছবিতে কাজ করা যে তার কাছে দারুণ কিছু তা ছবিতে সাইন করা মাত্রই জানিয়েছেন শ্রদ্ধা। অন্যান্য দর্শকের মতো প্রথম ‘রক অন’-এর ফ্যান তিনি নিজেও।
যে চরিত্রের জন্য শ্রদ্ধা নির্বাচিত হলেন, তা এক তরুণ গায়িকার। গল্পে দেখা যাবে গানের টানে শ্রদ্ধার এই ব্যান্ডে এসে যোগ দেবে। যেহেতু এখানে গান জানাটা জরুরী তাই প্রথমে আলিয়া ভাটকে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক। ‘হাইওয়ে’ ছবিতে আলিয়া গান গেয়েছিলেন এ আর রহমানের সুরে। তবে ছবিতে কেন আলিয়া কাজ করছেন না, তা অবশ্য জানা যায়নি।
তবে বলিপাড়ার অনুমান, ‘সানদার’-এর শুটিং করে লম্বা ছুটিতে যাচ্ছেন আলিয়া। নিউইয়র্কে এক বডি ল্যাঙ্গোয়েজ শেখার কোর্সে ভর্তি হবেন তিনি। সম্ভবত সে কারণেই ছবি থেকে বাদ পড়লেন আলিয়া।
এদিকে শ্রদ্ধাও ‘এক ভিলেন’ ছবিতে গান গেয়ে সকলের মন কেড়েছিলেন। তাই এ চরিত্রের জন্য তিনিও কম যান না। শেষমেশ অবশ্য আলিয়াকে টেক্কাই দিয়ে গেলেন শ্রদ্ধা। কেননা ‘রক অন’ দর্শকদের যে ভালোবাসা আদায় করতে পেরেছিল, তা যদি সিকুয়েলের ক্ষেত্রেও হয়, তবে আলিয়া বড় মিস করলেন বলাই যায়।
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব