এবিসিডি-তে জমিয়ে নাচ করেছেন তিনি। এবার গলা ফাটিয়ে গান গাইবেন শ্রদ্ধা কাপুর। অনেক দিন ধরেই খবর ছিল তৈরি হচ্ছে 'রক অন' ছবির সিক্যুয়াল। আর এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। এ বিষয়ে শ্রদ্ধা জানিয়েছেন, আমি 'রক অন' ছবিটা দেখেছি। খুব ভালো লেগেছে। বলতে গেলে এ ছবির আমি ফ্যান। ছবিটি কমপক্ষে আটবার দেখেছি। আর এর সিক্যুয়ালে অভিনয়ের অফার পেয়ে আমি সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দিয়েছি।
শ্রদ্ধা আরও জানান, 'আমি এই রোলটি পেয়ে খুব খুশি। কেননা লাইভ পারফর্ম করা, ভিড়ে ঠাসা জনতার মধ্যে গান গাওয়া এ রকম সুযোগ খুব কম অভিনেতাই পেয়ে থাকে।
ছবিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে ফারহান আখতার, অর্জুন রামপাল, পূরব কোহলী। এ ছাড়া প্রাচী দেশাইকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে।