হিরো পাচ্ছেন না কুইন কঙ্গনা রানাওয়াত। শোনা যাচ্ছে, সাইফ আলি খান থেকে অর্জুন কাপুর একে একে সবাই সরে যাচ্ছেন তার পরবর্তী ছবি থেকে। কঙ্গনার জন্য হিরো আনতে তাই হিমশিম খাচ্ছেন পরিচালক রিমা কাগতি। 'কুইন' ছবির ব্যাপক সাফল্যের পর রিমা কাগতির পরবর্তী ছবিতে অভিনয় করবেন কঙ্গনা। কিন্তু কে হবেন সে ছবির হিরো? তা নিয়েই সমস্যায় পড়েছেন পরিচালক। প্রথমে কথা ছিল সাইফ আলি খান এ ছবিতে অভিনয় করবেন। কিন্তু পারিশ্রমিক-সংক্রান্ত সমস্যায় ছবি থেকে মুখ ফিরিয়েছেন তিনি। পরে ছবির লিড রোলের জন্য যাওয়া হয় অর্জুন রামপালের কাছে? কিন্তু ডেট সমস্যায় গোড়াতেই না করে দেন তিনি। তখন আরেক অর্জুনের দ্বারস্থ হন পরিচালক। অর্জুন কাপুর স্ক্রিপ্ট শুনে ঠিকও করে ফেলেন কাজ করবেন। কিন্তু ছবির শুটিং যে সময় থেকে শুরু হবে তখন অর্জুন অন্য ছবিতে কাজ করবেন। ফলে তিনিও কঙ্গনার হিরো হতে পারছেন না। তাহলে কে হবেন হিরো? আপাতত সে খোঁজই চালাচ্ছেন পরিচালক। দেখেশুনে বলিউডের প্রশ্ন শুধু কি পারিশ্রমিক বা ডেট-সংক্রান্ত ব্যাপার নাকি, কঙ্গনার কারণেই মুখ ফেরাচ্ছেন হিরোরা। 'কুইন' যে রকম নারীকেন্দ্রিক ছবি ছিল, তাতে পরবর্তী ক্ষেত্রেও তার ছবিতে হিরোদের তেমন জায়গা থাকবে বলে মনে হয় না।