এবারের একুশে বইমেলায় আপনার কবিতার বই এসেছে।
আমি অভিনয় নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু যখনই সময় পাই, কবিতা লেখার চেষ্টা করি। এভাবে অনেক কবিতা জমেছে। সেই কবিতা থেকে বাছাই করে 'নীল ক্যাফের কবিতা' প্রকাশ হয়েছে।
কেমন সাড়া পাচ্ছেন?
আমার অনেক বন্ধু ও কাছের মানুষরা মেলায় যাচ্ছে, বই কিনছে। আমাকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে। আর মোড়ক উন্মোচনের দিনটি ছিল আমার জীবনের স্মরণীয় একটি দিন। কারণ এ দিনটি স্বপ্ন পূরণের দিন।
আপনার কবিতা লেখার অনুপ্রেরণা?
আমার জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা কবিতা লেখার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। জীবনের নানান মুহূর্তে আমি কবিতাগুলো লেখার চেষ্টা করেছি। পাঠকের ভালো লাগলেই আমার কষ্ট সার্থক হবে।
গৌতম ঘোষের 'শঙ্খচিল' চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন?
হ্যাঁ, চলতি মাসের শেষপ্রান্তেই শুটিং হওয়ার কথা। এতে আমার বিপরীতে অভিনয় করবেন প্রসেনজিৎ। এটা আমার তৃতীয় চলচ্চিত্র। আমি মনেপ্রাণে চেষ্টা করব আমার চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে।
আপনার অভিনীত অন্য দুটি চলচ্চিত্রও দর্শকনন্দিত হয়েছে।
অনেকটা তাই। আমার প্রথম চলচ্চিত্রটি ছিল খালিদ মাহমুদ মিঠুর 'গহীনে শব্দ'। এরপর অভিনয় করেছি স্বপন আহমেদের 'লালটিপ'। দুটি চলচ্চিত্রই দর্শকের কাছে অন্যরকম ভালোলাগা তৈরি করেছে। তবে এবার আমি আরও বেশি আশাবাদী 'শঙ্খচিল' নিয়ে।
আপাতত তাহলে নাটকে সময় দিচ্ছেন না?
আপাতত না। তাই বলে নাটকে আর অভিনয় করব না- এ কথা বলছি না। চলচ্চিত্র বড় মাধ্যম। সময় দিতে হচ্ছে। তাই নাটক করছি না।
আলী আফতাব